০৩ মে ২০২৪, শুক্রবার, ০৫:২৪:২১ অপরাহ্ন
তুরস্কে ফের ভূমিকম্পে নিহত ১
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২৩
তুরস্কে ফের ভূমিকম্পে নিহত ১

ফের ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। খবর আলজাজিরার। 

সোমবার দুপুরে দেশটির মালাতইয়া প্রদেশে এটি আঘাত করে। এতে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন ধসে পড়েছে।  

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালাতইয়া প্রদেশের ইয়েসিলার্ত শহরে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার যে ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল মালাতইয়া তার মধ্যে একটি। 

ইয়েসিলার্ত শহরের মেয়র মেহমেত জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারির শক্তিশালী ভূমিকম্পে শহরটির কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে শনিবারও দেশটির মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এএফএডি জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে দেশটির প্রায় ৪৫ হাজার ও সিরিয়ার ৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার ভবন। 

গেল ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক-সিরিয়ায়। ওই ভূমিকম্পে তুরস্কে ৪৪ হাজারের বেশি ও সিরিয়ায় মারা গেছেন ৫ হাজারের অধিক। 

শেয়ার করুন