০৬ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৯:৩১:১৯ অপরাহ্ন
ভোররাতে ভূমিকম্পের বিষয়ে সবশেষ যা জানালো আবহাওয়া অফিস
  • আপডেট করা হয়েছে : ০৫-০১-২০২৬
ভোররাতে ভূমিকম্পের বিষয়ে সবশেষ যা জানালো আবহাওয়া অফিস

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



সোমবার (৫ জানুয়ারি) ভোরে এই ভূকম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।



ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪।


ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং গুয়াহাটি থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল আনুমানিক ৩৫ কিলোমিটার। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইএমএসসি জানায়, ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে উৎপত্তিস্থলের কাছাকাছি হওয়ায় সিলেট অঞ্চলে ভূমিকম্পের কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে। সেখানে এর মাত্রা ছিল ৫.৪। তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল ভূমিকম্পের কেন্দ্রের খুব কাছাকাছি হওয়ায় এখানে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


শেয়ার করুন