ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার সংসদীয় চারটি আসনে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ২৪ প্রার্থীর। বাতিল হাওয়া প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনে ২ জন, ভোলা-২ আসনে ২ জন, ভোলা-৩ আসনে ১ জন ও ভোলা-৪ আসনে ২ জন।
মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ ঘোষণা দেন।
বাতিল প্রার্থীরা হলেন ভোলা-১ (সদর) আসনে জাতীয় পার্টির মো. আকবর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগম, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহ, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ভোলার চারটি আসনে ৩১ প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত কাগজপত্র ত্রুটি থাকায় ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বাদপড়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

