১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫৫:৪০ পূর্বাহ্ন
রাজশাহীতে শ্রাবণের রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২৫
রাজশাহীতে শ্রাবণের রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

আষাঢ়ের শুরু থেকেই এবার পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। আর শ্রাবনে এসে শুরু হয়েছে বর্ষণ। সর্বশেষ বুধবার ভোরের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে। আষাঢ় মাসজুড়ে  প্রতিদিন বৃষ্টির শ্রাবনের ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরজুড়ে।


গতকাল মঙ্গলবার ও আজ বুধবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সর্বশেষ বুধবার ভোর ৫ টা ২৫ মিনিটের পর বৃষ্টি শুরু হয়। এতে ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এর আগে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত রাজশাহীতে ৯০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।


আবহাওয়া অফিস জানিয়েছে, এবার আষাঢ়ের শুরু থেকে টানা বৃষ্টি হলেও এত পরিমাণ বৃষ্টি আর হয়নি। বর্ষার মাসের চতুর্থ দিনে ৫১ দশমিক ২ মিলিমিটার, নবম দিনে ৩৭ দশমিক ৭ মিলিমিটার এবং ২৫তম দিনে ৩৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এবার গত মঙ্গলবারের বৃষ্টিপাতই মাসের সর্বোচ্চ।


রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা খাতুন বলেন, এবার আষাঢ়ে কমবেশি প্রতিদিনই বৃষ্টি হয়েছে। তিনি বলেন, এখন বর্ষাকাল, তাই বৃষ্টিপাত স্বাভাবিক। কখনো হালকা ও কখনো ভারী বর্ষণ হচ্ছে।


এদিকে বুধবারের বৃষ্টিতে রাজশাহী শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরীর লক্ষ্মীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, কাদিরগঞ্জ, উপশহর, মহিষবাথান, গড়গ্রাম, বুলনপুর, ডিঙ্গাডোবা, বহরমপুর, কাজলা, বিনোদপুরসহ অন্তত অনেক এলাকায় রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মেডিকেল কলেজের সামনে হাঁটুপানি জমে থাকায় চলাচলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।


স্থানীয়রা জানান, জানান, ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ায় পানি নামতে পারছে না। তার ওপর, ফুটপাতে খাবারের দোকান ও বর্জ্যের কারণে ড্রেনগুলো আটকে গেছে। নগরীল কাদিরগঞ্জ এলাকা থেকে শুরু করে অভিজাত এলাকার উপশহরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের রাস্তায় হাঁটুসমান পানি পেরিয়ে যেতে দেখা গেছে। নালাগুলোতে ময়লার কারণে পানিপ্রবাহ থেমে আছে।


রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, কিছু এলাকায় নির্মাণকাজ এবং বর্জ্যের কারণে ড্রেনের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত কাজ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে।


শেয়ার করুন