১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪১:৪৭ পূর্বাহ্ন
রাজশাহীতে জুলাই শহীদ দিবসে স্মরণ সভা ও দোয়া মাহফিল
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২৫
রাজশাহীতে জুলাই শহীদ দিবসে স্মরণ সভা ও দোয়া মাহফিল

রাজশাহী মহানগরীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅভ্যুথানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 


স্মরণ সভায় জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন  পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও জুলাই গণঅভ্যুথানে শহীদ ও আহতদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। 


স্মরণসভায় শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনে হামলাকালীদের দ্রুত আটক করে বিচার দাবি করেন। যাতে ভবিষ্যতে কোনো পরিবারকে সন্তান ও স্বজনহারা হতে না হয়। সবশেষে আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় । 

শেয়ার করুন