কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ ও রিয়াল মাদ্রিদের সাবেক বস কার্লো আনচেলত্তিকে এক বছর কারাদণ্ডের পাশাপাশি প্রায় চার লাখ ইউরো অর্থদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।
আদালতের দেওয়া রায়ে বলা হয়েছে, ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় নিজের ইমেজ স্বত্ব থেকে পাওয়া আয়ের ওপর কর দেননি আনচেলত্তি। এ জন্য তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো, অর্থাৎ প্রায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানাও গুনতে হবে।
তবে কারাদণ্ড হলেও আনচেলত্তিকে বাস্তবে জেলে যেতে হচ্ছে না।
স্পেনের প্রচলিত আইনে অন্য কোনো অপরাধে দোষী সাব্যস্ত না হলে, এক বছরের নিচের কারাদণ্ড সাধারণত জেল খাটতে হয় না।
আদালতে আনচেলত্তির পক্ষের দাবি, ক্লাবের পক্ষ থেকে তাকে করসংক্রান্ত বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়নি। তাই ইচ্ছাকৃতভাবে নয়, বরং অনিচ্ছায় তিনি কর ফাঁকির মতো পরিস্থিতির মধ্যে পড়েছেন।
আনচেলত্তির আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করলেও, মামলার বাদীপক্ষ তার জন্য চার বছর ৯ মাসের কারাদণ্ডের আবেদন করেছিল।
উল্লেখ্য, রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পরই কর ফাঁকির এই মামলায় আদালতে হাজিরা দেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।