০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১২:০১:৩৩ পূর্বাহ্ন
নওগাঁর চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, মূলহোতা শাওন গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৫
নওগাঁর চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, মূলহোতা শাওন গ্রেফতার

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে নওগাঁ নিয়ামতপুরের চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার ও এজাহারনামীয় মূলহোতা শাওনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-১ উত্তরা, ঢাকার যৌথ দল। শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড় দেওরা শিংবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে। নিয়মিতভাবে জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অপহরণ চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম ১৬ বছর বয়সী এক কিশোরী, যিনি নওগাঁ নিয়ামতপুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। পাশের গ্রামের শাওন নামে এক যুবক দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ভিকটিম রাজি না হয়ে বিষয়টি পরিবারকে জানায়।


এরই জেরে গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে কলেজের সামনে থেকে আসামি শাওন, সাব্বিরসহ চারজন মিলে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


পরে ভিকটিমের পিতা বাদী হয়ে নওগাঁর নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০২০ এর ৭/৩০ ধারায় মামলা করেন। মামলার নম্বর—নিয়ামতপুর থানার মামলা নং ১৬, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।


পরবর্তীতে র‌্যাব-৫ সদর কোম্পানি, রাজশাহী এবং র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা, ঢাকার যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার বড় দেওরা শিংবাড়ি এলাকা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও মূলহোতা শাওনকে গ্রেফতার করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাওন অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন