১৯ মে ২০২৫, সোমবার, ১১:৫১:৩৮ অপরাহ্ন
সরকার কত টাকার সম্পদ জব্দ করেছে, জানালেন প্রেস সচিব
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২৫
সরকার কত টাকার সম্পদ জব্দ করেছে, জানালেন প্রেস সচিব

এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮ দশমিক ৭ কোটি টাকা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।


সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮ দশমিক ৭ কোটি টাকা৷ বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দকৃত অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪ দশমিক ২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০ দশমিক ৭ মিলিয়ন ডলার।


তিনি আরও বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার।


আর ব্যাংকের যে অর্থ লুট করা হয়েছে তা ব্যাংকের কাছে ফেরত দেয়া হবে আর ভূমি বিক্রিতে লুটসহ অন্যান্য খাতের যে টাকা লুট করা হয়েছে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

 

তিনি বলেন, ব্যাংকের লুটের যেসব টাকা জব্দ করা হয়েছে তা নিয়ে ফান্ড প্রতিষ্ঠা করা হবে। আর নন ব্যাংকিং আর্থিক খাতের টাকা সরকার জনহিতকরণ কাজে ব্যবহার করবে।


নগদের কার্যক্রম প্রসঙ্গে গভর্নর বলেন, নগদের বোর্ডে যারা ছিল, তারা দুর্নীতির মাধ্যমে সাড়ে ৬০০ কোটি টাকা এবং সরকারে মাধ্যমে ২ হাজার কোটি টাকা নিয়েছে। তাই বোর্ডের কাছে নগদের পরিচালনা কার্যক্রম দেয়া যাবে না। আইনের কারণে তারা অনেক কিছু করতে পারে তার জন্য ব্যাংকগুলো বড় কোনো লেনদেন করতে পারবে না।


শেয়ার করুন