২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৪৩:৪১ অপরাহ্ন
যবিপ্রবি শিক্ষা-গবেষণা ছাড়াও যেখানে অনন্য
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২১
যবিপ্রবি শিক্ষা-গবেষণা ছাড়াও যেখানে অনন্য ফাইল ছবি

মাত্র একযুগেই দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে স্থান করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। যশোর শহর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে যশোর-চৌগাছা সড়কের পাশে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি।

যবিপ্রবি জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল বলেন, বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৯ সালে। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম সরকার। আর অধ্যাপক ড. আব্দুস সাত্তার ছিলেন দ্বিতীয় উপাচার্য।

মাত্র একযুগেই দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে স্থান করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। যশোর শহর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে যশোর-চৌগাছা সড়কের পাশে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি।

যবিপ্রবি জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল বলেন, বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৯ সালে। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম সরকার। আর অধ্যাপক ড. আব্দুস সাত্তার ছিলেন দ্বিতীয় উপাচার্য।

শেয়ার করুন