০৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৪:০৩:২৬ পূর্বাহ্ন
কুমিল্লায় জশনে জুলুছ ও ঈদে মিলাদুন্নবী উদযাপন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৫
কুমিল্লায় জশনে জুলুছ ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ১২ই রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত জশনে জুলুছে অংশ নেন জেলার বিভিন্ন দরবার, খানকাহ, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের নবীপ্রেমিক মুসল্লিরা।


খণ্ড খণ্ড জুলুছ একত্র হয়ে বখশীয়া দরবার শরীফের সামনে থেকে রওনা দেয় এবং নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দারোগাবাড়ি এলাকায় শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ.)-এর মাজারে গিয়ে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আয়োজক সূত্রে জানা যায়, এতে প্রায় অর্ধলক্ষ মানুষ অংশগ্রহণ করেন।



জুলুছের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক ও বখশীয়া দরবার শরীফের পীর মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখশী। এছাড়াও এতে অংশ নেন লতিফিয়া, সোবহানীয়া, কাওকাবিয়া, ঘিলাতলা, ইমামে রাব্বানী, তৈয়্যবিয়া, রেজভীয়া, পানুয়া প্রভৃতি দরবার শরীফের পীর সাহেব, খলিফা ও খাদেমগণ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি শাহজাদা শাহ মুহাম্মদ জালাল উদ্দিন বখ্শী, সহ-সভাপতি নাজমুল হাসান সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক হোসাইন বখশী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রেজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও ইসলামি ছাত্রসেনা, গাউসিয়া কমিটি, বখশীয়া যুব ফোরামসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন স্বতঃস্ফূর্তভাবে জুলুছে অংশগ্রহণ করে।

শেয়ার করুন