০৯ মে ২০২৫, শুক্রবার, ০১:১২:৫৪ পূর্বাহ্ন
ইসরায়েল-নির্মিত ২৫টি ‘হারোপ’ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৫
ইসরায়েল-নির্মিত ২৫টি ‘হারোপ’ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

ইসরায়েল-নির্মিত ২৫টি ‘হারোপ’ ড্রোন দিয়ে চালানো ভারতের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


বৃহস্পতিবার (৮ মে) দেশটির সশস্ত্র বাহিনীর বিবৃতির বরাতে জিও টিভি জানিয়েছে, ইসরায়েলি-নির্মিত এসব ড্রোন সফট-কিল (কারিগরি) এবং হার্ড-কিল (অস্ত্র) উভয় পদ্ধতি ব্যবহার করে ধ্বংস করা হয়।


বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর উল্লেখ করেছে, ৬-৭ মে তারিখে কাপুরুষোচিত হামলায় পাঁচটি আধুনিক বিমান, ড্রোন, একাধিক পোস্ট ধ্বংস এবং তাদের সেনাদের হতাহতের পর আতঙ্কিত হয়ে ভারত এই ড্রোন হামলা চালিয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের তৈরি 'হারোপ' ড্রোনের ব্যবহার ভারতের হতাশার স্পষ্ট লক্ষণ। পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে এসব ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।


ইসলামাবাদ আরও জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পাকিস্তানের শক্তিশালী প্রতিরক্ষার কারণে এখনো ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুদের কঠোর জবাব দিচ্ছে এবং তাদের সমস্ত ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে।


শেয়ার করুন