০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৬:১৩:২১ অপরাহ্ন
এশিয়া কাপ খেলতে ওমান যাচ্ছে নারী ও পুরুষ দল
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৪
এশিয়া কাপ খেলতে ওমান যাচ্ছে নারী ও পুরুষ দল

এশিয়া কাপ হকিতে খেলতে ওমান যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী হকি দল। ২৩ নভেম্বর বাংলাদেশ পুরুষ যুব দল এবং ৩ ডিসেম্বর মেয়েদের দল যাবে ওমানে।


বুধবার দুদল রাজধানীর ফ্যালকন হলে ফটোসেশনে অংশ নেয়। হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, ‘শৃঙ্খলা বজায় রেখে সবাই সেরা খেলাটা খেলবে দেশের জন্য। দেশবাসীর দোয়া তোমাদের সঙ্গে রয়েছে।’


পুরুষ অ-২১ দলের কোচ সাবেক জাতীয় খেলোয়াড় ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ। যুব বিশ্বকাপে এশিয়ার শীর্ষ ছয় দল খেলার সুযোগ পাবে। কোচ মনে করেন, ‘আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য গ্রুপে তৃতীয় হওয়া। গ্রুপে তৃতীয় হতে পারলে বিশ্বকাপ খেলা সম্ভব হবে।’


বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ওমান, পাকিস্তান, চীন, মালয়েশিয়া। কোচ বলেন, ‘চীন উন্নতি করেছে। তবে আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি। ওমানকে কিছু দিন আগেই হারানোর অভিজ্ঞতা রয়েছে।’


পুরুষ দলের মতো নারী দলেও বিকেএসপির কোচ। সাবেক জাতীয় খেলোয়াড় মো. রাজু দলের প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘প্রায় তিন মাস অনুশীলন হয়েছে। বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ হয়নি। মেয়েদের গ্রুপ থেকে পাঁচটি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আমরা চেষ্টা করব বিশ্বকাপে যোগ্যতা অর্জনের।’


বাংলাদেশ অ-২১ নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল। সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে তিনি বাংলাদেশ দলের সর্বোচ্চ গোলদাতা ও কয়েকটি ম্যাচের সেরা খেলোয়াড়। ওমানেও নিজের সেরাটা দিতে চান, ‘অবশ্যই নিজের সেরা পারফরম্যান্স করে দলকে জেতাতে চাই।’


শেয়ার করুন