২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:৫৫:৪০ অপরাহ্ন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৪
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মানির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জেএফজেড এ তথ্য জানিয়েছে। তবে ভূমিকম্পের ফলে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর রয়টার্সের।

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মোলুক্কা সাগরে ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

শেয়ার করুন