২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৩:২৩:১৫ পূর্বাহ্ন
হিরুর নৌকার লোকেরা পলাইবার জায়গা পাবে না: মতবিনিময় সভায় আ.লীগ নেতা
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২৩
হিরুর নৌকার লোকেরা পলাইবার জায়গা পাবে না: মতবিনিময় সভায় আ.লীগ নেতা

নৌকা বলি না, আমরা হিরুর নৌকা বলি, হিরু! হিরু! হিরুর (নৌকার প্রার্থী) লোকেরা পলাইবার জায়গা পাবে না। ৭ তারিখ (৭ জানুয়ারি) যে জাগরণ সৃষ্টি হবে এই নরসিংদীতে, এই জাগরণের পরিণতিতে কামরুল ভাই (আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী) বিপুল ভোটে জয়ী হবেন।’ 

গতকাল বুধবার বিকেলে নরসিংদীর মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের দেওয়া এমন বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

বক্তব্যে শোনা যায় ‘মাধবদীর মেয়র মোশারফ বক্তব্য দেওয়ার পরে দক্ষিণ এলাকার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভায় গণজাগরণ তৈরি হবে ইনশাল্লাহ। এই গণজাগরণে কেউ বাধা দিতে পারবে না। আপনারা যখন জানবেন মাধবদীর মেয়র মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী কামরুল ভাইয়ের জন্য নামছেন, তখন কেউ বাধা দিতে পারবে না। কাল থেকে হিরুর নৌকার লোক পলানোর জন্য জায়গা পাবে না। নৌকার লোক পালানোর সুযোগ পাবে না।’ 


এ সময় সভায় উপস্থিত থাকা স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিছুটা হাসাহাসি করলে নিজেই বক্তব্য সংশোধন করে বলেন, ‘হিরুর নৌকার লোক পালানোর সুযোগ পাবে না।’ 


সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আমরা কাল (বৃহস্পতিবার) থেকে স্বতন্ত্র প্রার্থী কামরুল ভাইয়ের হয়ে মাঠে নামব। কোনো বাধাবিপত্তি নেই। যতই প্রোপাগান্ডা করুক, গণজাগরণ ফেরাতে পারবে না। মোশারফ ভাই যেভাবে বলবেন, কাল থেকে সেভাবে কাজ করবেন।’ 


আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমার চাচা আছেন মোশাররফ (মাধবদী পৌর মেয়র) সাহেব। তাঁর নেতৃত্বে পাঁচটা ইউনিয়ন ও মাধবদী পৌরসভা চলবে। তাঁর নেতৃত্বের বাইরে, তার অর্ডারের বাইরে কেউ পা দিতে পারবে না।’ 


শেয়ার করুন