১৩ মে ২০২৪, সোমবার, ০৯:২৮:৫৮ অপরাহ্ন
রুবলে অর্থ পরিশোধ নিয়ে ঢাকা-মস্কো আলোচনা
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৪
রুবলে অর্থ পরিশোধ নিয়ে ঢাকা-মস্কো আলোচনা

মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে অর্থ বিনিময়ে সমস্যা তৈরি হওয়ায় রুবল বিনিময় করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ওই দেশের রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ডুয়েল কারেন্সিতে বিনিময় করার বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি। ভারত, চীনের সঙ্গে আলোচনা হচ্ছে। ভারতের সঙ্গে আমরা শুরুও করেছি। রুবলের বিনিময়ের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় শুরু করতে পারলে একটি মুদ্রার ওপর আমাদের নির্ভরশীলতা কমবে। এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। ড. হাছান মাহমুদ বলেছেন, এটা টেকনিক্যাল ও ফিন্যান্সিয়াল ইস্যু। এ বিষয়ে উনিও (রুশ রাষ্ট্রদূত) এক্সপার্ট নন, আমিও এক্সপার্ট নই। ফরেন মিনিস্টার হিসেবে তিনি আমার সঙ্গে আলোচনা করেছেন। তারা আগ্রহ ব্যক্ত করেছেন। রুবলের ব্যবহার ইমিডিয়েটলি করতে পারি বলে আমরা মনে করছি। রুবলের ব্যবহার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলোর সবকিছু ফরেন মিনিস্ট্রির হাতে নয়, এটি লাইন মিনিস্ট্রির হাতে। আমরা সহসা যেটি করতে পারব বলে আশা করছি, সেটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে কো-অপারেশন। হাছান মাহমুদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার অর্থায়নে ও টেকনোলজিক্যাল সাপোর্টে আমরা নির্মাণ করেছি। এটি খুব সহসাই উৎপাদনে যাবে। আমরা নিউক্লিয়ার নেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এ ছাড়া রাশিয়া আমাদের দেশ থেকে অনেক কিছু আমদানি করে। আমরা রাশিয়া থেকে গমসহ অন্যান্য পণ্য আমদানি করি। বাণিজ্য বাস্কেট আরও বিস্তৃত করার জন্য আমরা আলোচনা করেছি। রাশিয়া সফরের জন্য তারা আমাদের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়ার সঙ্গে আমাদের বেশকিছু সমঝোতা স্মারক (এমওইউ) পেন্ডিং আছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলোর বিষয়ে আগে আলোচনা শুরু হয়েছিল। তথ্য ও যোগাযোগের ওপর একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি বলে তিনি জানান।


শেয়ার করুন