০৪ মে ২০২৫, রবিবার, ০১:১২:১২ পূর্বাহ্ন
বন্ধ্যাত্ব ও পিসিওএস বিষয়ে সচেতনতা বাড়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • আপডেট করা হয়েছে : ০৩-০৫-২০২৫
বন্ধ্যাত্ব ও পিসিওএস বিষয়ে সচেতনতা বাড়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প

মেডিহেল্প ফার্টিলিটি সেন্টার এবং ধানমন্ডি ক্লিনিকের যৌথ উদ্যোগে বন্ধ্যাত্ব ও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) বিষয়ে সচেতনতা বাড়াতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


৩ মে শুক্রবার রাজধানীর পান্থপথে ধানমন্ডি ক্লিনিক প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে নারী স্বাস্থ্য, বন্ধ্যাত্ব, মানসিক স্বাস্থ্য, পুষ্টি ও ইয়োগা বিষয়ে পরামর্শ ও সেবা দেওয়া হয়।


ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন ফার্টিলিটি কনসালট্যান্ট ও গাইনোকোলজিস্ট ডা. হাসনা হোসেন আঁখি এবং বিশেষ অতিথি ছিলেন ধানমন্ডি ক্লিনিকের চেয়ারম্যান লুৎফুল আজম রানা। সেবাপ্রদানকারী হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ আনিকা নওরিন অন্তিও।


অনুষ্ঠানে ডা. হাসনা হোসেন আঁখি বলেন, “বন্ধ্যাত্ব একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্যগত সমস্যা। সময়মতো সঠিক কারণ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। আমাদের উদ্দেশ্য হলো এমন রোগে আক্রান্ত মানুষদের মধ্যে সচেতনতা তৈরি এবং তাদের পাশে দাঁড়ানো।”


তিনি আরও জানান, “বন্ধ্যত্ব কোনো অভিশাপ নয়। ৪০ শতাংশ ক্ষেত্রে নারীর, ৪০ শতাংশ ক্ষেত্রে পুরুষের এবং বাকি ২০ শতাংশ ক্ষেত্রে দুজনেরই সমস্যার কারণে বন্ধ্যত্ব দেখা দেয়।”


আয়োজকরা জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে আরও এ ধরনের সেবামূলক ক্যাম্প আয়োজন করা হবে যাতে প্রান্তিক জনগোষ্ঠীও সঠিক স্বাস্থ্যসেবা পেতে পারে।


শেয়ার করুন