২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১২:১৭:৪০ অপরাহ্ন
রাজশাহীতে শুরু হলো শরৎকালীন উদ্যোক্তা মেলা
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৩
রাজশাহীতে শুরু হলো শরৎকালীন উদ্যোক্তা মেলা

রাজশাহী মহানগরীর সিটি সেন্টারে উদ্বোধন হলো শরৎকালীন উদ্যোক্তা মেলা।

বুধবার দুপুরে ৫ দিন ব্যাপি এই মেলার উদ্বোধন করেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

খাবার, পোষাক, কসমেটিকস ও গাছের চারাসহ বিভিন্ন ধরণের ৪৩টি স্টল স্থান পেয়েছে মেলায়।

মেলার উদ্বোধন পর পুরো মেলা পরিদর্শন করে প্রধান অতিথি ডা.অর্না জামান বলেন, নারীদের ছাড়া দেশ এগিয়ে নেওয়া সম্ভব না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেন, সেটি হলো চাকরীর পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হতে। আমাদের রাজশাহীর মেয়েরা এক্ষেত্রে অনেক এগিয়ে। তারা নিজেরা গুণগত মানসম্মত প্রোডাক্ট তেরী করছে এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে। আশা করা যায় রাজশাহী মেয়েরা আগামীতে আরো এগিয়ে যাবে ও ভালো করবে।

এনা প্রোপার্টিজের আয়োজনে ৫ দিন ব্যাপি এই মেলা প্রতিদিন সকাল ১১ টায় শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে।

শেয়ার করুন