০৫ মে ২০২৫, সোমবার, ০৬:২৬:২৫ অপরাহ্ন
গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমানের মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমানের মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

রাজশাহী সিটি কর্পোরেশনের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইএম খায়রুজ্জামান লিটন।

বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে নিজ বাসভবনে রিজিয়া বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।


শেয়ার করুন