 
                         
                    
                                            
                        
                             
                        
আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ৩নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে রবিবার বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
শাহীন আকতার রেণী তাঁর বক্তব্যে বলেন, সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন দৃশ্যমান, এবার তিনি কর্মসংস্থান সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন। তিনি সব সময় আপনাদের পাশে ছিলেন। রাজশাহীর উন্নয়নের স্বার্থে আপনারা সবাই তাঁর পাশে থাকবেন এটিই আমরা প্রত্যাশা করি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সভায় সভাপতিত্ব করেন ৩নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ্ আরিফ হোসেন। সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ শাসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ বাচ্চু রাজপাড়া থানা যুব মহিলা আওয়ামী লীগের সহঃ সাধারণ সম্পাদক সুমি, ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি রীনা, সাধারণ সম্পাদক বিউটি সহ অত্র এলাকার সহস্রাধিক নারীরা উপস্থিত ছিলেন।

