২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৫:০৩:৩৬ পূর্বাহ্ন
গুজরাটে মোদির রেকর্ড ভাঙলেন ভূপেন্দ্র
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২২
গুজরাটে মোদির রেকর্ড ভাঙলেন ভূপেন্দ্র

২০০২ সালে গুজরাটে ১২৭ আসনে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেবার মোদি-ম্যাজিকে গুজরাটে সরকার গঠন করেছিল দলটি। 

এবার মোদির সেই রেকর্ড ভাঙলেন ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র ক্যারিশমায় এবার রাজ্যটির মোট ১৮২ আসনের মধ্যে ১৫৬টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। 

গুজরাটে ভূমিধস জয়ের পর আজ দ্বিতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র। একই সঙ্গে রাজ্যটির আরও ২৫ মন্ত্রীও শপথ নেবেন। গুজরাটের গান্ধিনগরে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। 

এ শপথের মাধ্যমে রাজ্যটির ১৮তম মূখ্যমন্ত্রী হতে যাচ্ছেন ভূপেন্দ্র। খবর এনডিটিভির।

শপথ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথসহ অনেকে। এ ছাড়া এ আয়োজনে অংশ নেবেন প্রায় ২০০ সাধু। 

গত ১ ও ৫ ডিসেম্বর দুই দফায় গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কংগ্রেস ও আম আদমি পার্টিকে হারিয়ে বিজয়ী হয় বিজেপি। ২৭  বছর ধরে রাজ্যটি শাসন করে আসছে বর্তমানে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।  

শেয়ার করুন