০৪ মে ২০২৪, শনিবার, ০৭:৩৮:১৮ অপরাহ্ন
পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে যা বললেন মুশফিক
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে যা বললেন মুশফিক

ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। 

এরই সঙ্গে ‘বাংলা ওয়াশ’ নামের সিরিজের সবকটি ম্যাচই হারল টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারার পর নিউজিল্যান্ডের সঙ্গে দুই দফায় হেরেছে তারা ৮ উইকেট ও ৪৮ রানে। 

বৃহস্পতিবার প্রথম ম্যাচের মতোই লড়াই করে হেরেছে বাংলাদেশ। আর সে বিষয়টি মাথায় রেখেই বিশ্বকাপের জন্য সাকিব বাহিনীকে শুভকামনা জানিয়ে রাখলেন মুশফিকুর রহিম।

তার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সঠিক কম্বিনেশন পেতে ত্রিদেশীয় সিরিজে সঠিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।  

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারের পর নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মুশফিক। করেছেন সাকিব ও লিটন বন্দনা।

মুশফিক লিখেছেন, ‘আমাদের অধিনায়কের কাছে থেকে আবার দারুণ ব্যাটিং প্রদর্শন, তাকে অনুসরণ করেছেন ক্লাসি লিটন। যদিও আমরা হেরে গেছি কিন্তু ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে উন্নতি করছি এবং বাছাই করে দল গুছিয়ে নিচ্ছি।  এখন শুধু দরকার তিন বিভাগের একসাথে একটি দিন ভালো করার।  আসন্ন বিশ্বকাপে আমরা বিশেষ পারফরম্যান্স দেখতে পাব। ’

এশিয়া কাপের ব্যর্থতার পর দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। যে কারণে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই এ উইকেটকিপার-ব্যাটার।

দলের সঙ্গে না থাকলেও খেলা ঠিকই উপভোগ করছেন ‘পঞ্চপাণ্ডব’ তারকা।

শেয়ার করুন