৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ০৩:৩৯:১৮ অপরাহ্ন
ফের বিয়ে করলেন জনপ্রিয় সেই পাখি
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৬
ফের বিয়ে করলেন জনপ্রিয় সেই পাখি

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, যিনি ‘পাখি’ চরিত্রের মাধ্যমে দুই বাংলায় অজস্র দর্শকের হৃদয় জয় করেছেন, নতুন জীবনের পথে পা দিলেন।


শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।


বাঙালি ঐতিহ্যের নিদর্শন হিসেবে মধুমিতা লাল বেনারসি শাড়িতে সেজে ওঠেন, হাতে সোনার গয়না আর কপালে লাল টিপে তার সাজে মুগ্ধ হন উপস্থিত সকল। বর দেবমাল্যও লাল পাঞ্জাবিতে বর হওয়ার গৌরব অর্জন করেন। ঘনিষ্ঠ আত্মীয় ও কয়েকজন টলিপাড়ার তারকা উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। মন্ত্রোচ্চারণ ও অগ্নিসাক্ষীর মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন নতুন জীবন শুরু করতে যাওয়া এই জুটি।


মধুমিতা ও দেবমাল্যের দীর্ঘ প্রেম সম্পর্ক পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলছিল। গত বছরের মার্চেই মধুমিতা জানিয়ে দেন, শিগগিরই বিয়ের আয়োজন হবে। এবার সেই স্বপ্ন সত্যি হলো।


এটি মধুমিতার দ্বিতীয় বিবাহ; আগের বিয়ে হয়েছিল সৌরভ চক্রবর্তীর সঙ্গে, যা ২০১৯ সালে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। পরকীয়ার অভিযোগ তুলে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন মধুমিতা।


শেয়ার করুন