১৭ জানুয়ারী ২০২৬, শনিবার, ০৩:৪০:১২ অপরাহ্ন
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৬
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



পুলিশ জানায়, সকাল সাতটার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।


দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত ১০ জনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।


এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন