অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এই নির্বাচনের স্বচ্ছতা শুধু দেশের জনগণের কাছেই নয়, আন্তর্জাতিক মহলের কাছেও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি গণভোট ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়টিও এর সঙ্গে সম্পৃক্ত।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কী প্রয়োজন, সে সিদ্ধান্ত জনগণই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, সেগুলো বাস্তবায়ন করা হবে। দেশের সামগ্রিক মঙ্গলের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “আমরা অনেক ভালো উদ্যোগ শুরু করেছি, তবে সবকিছু শেষ করা সম্ভব হয়নি। জনগণের কল্যাণেই এসব উদ্যোগ নেওয়া হয়েছিল। অতীতে দেখা গেছে, কেউ কোনো ভালো কাজ শুরু করলে পরবর্তী সরকার এসে তা বাতিল করে দেয়। আশা করি, ভবিষ্যতে যে সরকার দায়িত্বে আসবে, তারা এসব উদ্যোগ এগিয়ে নিয়ে যাবে।”
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে বহুমুখী সম্ভাবনা রয়েছে। যথাযথ পরিকল্পনা ও ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশ আরও অনেক এগিয়ে যেতে পারত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

