১৭ জানুয়ারী ২০২৬, শনিবার, ০৩:৩৯:৩১ অপরাহ্ন
চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফে লাখো মুসল্লির ঢল
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৬
চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফে লাখো মুসল্লির ঢল

চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে শুক্রবার (১৬ জানুয়ারি) দিন-রাতব্যাপী পবিত্র মি’রাজুন্নবী (দ.) উদযাপন ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিলে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।


=দরবারের প্রধান অতিথি হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেন, হযরত গাউছুল আজম (রা.) নবীজি (দ.)-কে হৃদয়ে ধারণ করে পুরো জীবন অতিবাহিত করেছেন। উনার অনুসরণে মানুষকে পথ দেখানোর এবং নবীপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ অনন্য।


মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জালাল আহমদ। এছাড়া মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল বক্তব্য রাখেন।


এই ওরছে পাক উপলক্ষে সারাবিশ্বে খতমে কুরআনের কর্মসূচি পালন করা হয়। এ বছর ২৮,০১২টি খতমে কুরআন ও ১,০৯৪টি খতমে তাহলিল সম্পন্ন হয়। এর পাশাপাশি খতমে ইউনুস, দরূদে সাইফুল্লাহ, দরূদে নারিয়াহ, নফল নামাজ ও রোজা, মোরাকাবা, জিকির এবং তাহাজ্জুদসহ বিভিন্ন এবাদতমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।


মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান অতিথি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।


শেয়ার করুন