০৫ জানুয়ারী ২০২৬, সোমবার, ১০:১৪:০৮ পূর্বাহ্ন
যে সব অঞ্চলে শৈত্যপ্রবাহ আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৬
যে সব অঞ্চলে শৈত্যপ্রবাহ আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ পরিস্থিতিতে দেশের কয়েকটি জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


কয়েক দিন ধরেই কনকনে ঠান্ডায় স্থবিরতা স্বাভাবিক জীবনে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। ঠাকুরগাঁও ও শরীয়তপুরে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।


হাড় কাঁপানো ঠান্ডায় কর্মহীন হয়ে পড়ছেন অনেকেই। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে, হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শয্যার তুলনায় ভর্তি রয়েছে কয়েকগুণ বেশি। বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে।


শেয়ার করুন