০৫ জানুয়ারী ২০২৬, সোমবার, ০৫:০৮:১২ অপরাহ্ন
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ
  • আপডেট করা হয়েছে : ০৩-০১-২০২৬
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির মো. শফিকুর রহমান। শনিবার (০৩ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।


তিনি বলেন, সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।


তফসিল অনুযায়ী, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।


আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।


শেয়ার করুন