২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ০৮:৪৭:২৮ অপরাহ্ন
ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ-দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৫
ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ-দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার মাধ্যমে খুনিরা বড় ধরনের ভুল করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শহীদ হাদির জানাজা দেখে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে কত বড় ভুল তারা করেছে।

শনিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপসহীন যোদ্ধা। জুলাই ও আগস্টের যে আদর্শিক ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করে সেই আদর্শ পরিবর্তন করা যাবে না। একজন জুলাই যোদ্ধাকে হত্যা করে দেশের ভবিষ্যৎ সম্ভাবনার ধারা বদলে দেওয়া যাবে—এমন ধারণা যারা করে তারা ভুলের মধ্যে আছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যারা শাহাদাতের আকাঙ্ক্ষায় উজ্জীবিত, তাদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। জুলাইয়ের তরুণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না।

শিবির সভাপতি বলেন, আগামী দিনে শহীদ ওসমান হাদির স্বপ্ন থেকে আরও অনেক তরুণ অনুপ্রাণিত হবে এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। ৫ আগস্টের আগের ও পরের প্রেক্ষাপট দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনেছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ইনসাফ, ন্যায়বিচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, শহীদ হাদির আদর্শ আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের ভাইস-চেয়ারম্যান আমিনুর ইসলাম। আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ঢাবি শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন