রাজশাহীতে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মহানগরীর শিরোইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার সকালে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫-এর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তার সাইফুল রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের শরিফুজ্জামানের ছেলে।
র্যাব জানায়, প্রতারণার একটি মামলায় আদালত সাইফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাইফুলকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

