বগুড়ায় মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিক থেকে নগদ অর্থ, সরকারি ওষুধ এবং ইন্টারনেট সংযোগের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়েছে। গতকাল রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার লাহিড়ীপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এই ক্লিনিক পার্শ্ববর্তী ১০ থেকে ১১টি গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা।
মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) সোহেল রানা জানান, গতকাল রবিবার বিকেল ৩টার দিকে ক্লিনিকের অফিস বন্ধ করা হয়।
রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। চোরেরা গেট কেটে ভেতরে প্রবেশ করে এই কাণ্ড ঘটিয়েছে। আজ সোমবার সকালে তিনি ফোনের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারেন এবং সকাল ৭টার দিকে ক্লিনিকে এসে তা দেখতে পান।
ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আতিকুর রহমান ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘চোরেরা বাইরের গেট কেটে ভেতরে ঢুকেছিল।
তারা নগদ ৫ থেকে ৭ হাজার টাকা, একটি রাউটার এবং বেশ কিছু সরকারি ওষুধ চুরি করে নিয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘জনগুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ক্লিনিকে মূলত দরিদ্র মানুষজনই সেবা নিতে আসেন। চুরির ফলে স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় বর্তমানে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’
বগুড়া সদর থানার এসআই শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘ক্লিনিকের চুরির স্থান পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

