 
                         
                    
                                            
                        
                             
                        
রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্য সচিব মনোনিত করে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত ৬৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে এনসিপির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
নগরীর এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম, জেসমিন আরা পারভীন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন, মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্য সচিবরা হলেন, মসহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম, উরসী মাহফিলা ফাতেহা।
সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সামওয়ান, আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবির হাসনাত রুদ্র।
জানতে চাইলে সদ্য পদ পাওয়া এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী জানান, জুলাই বিপ্লবের পরে বৈষম্য দূর করতে নানান উদ্যোগ এবং কাজ করে আসছি। ভবিষ্যতেও ফ্যাসিজমকে দূর করতে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আগামীতে এনসিপি রাজশাহীকে নেতৃত্ব দেবে বলে আমি মনে করি। ইতিমধ্যে সর্বস্তরের জনসাধারণের মাঝে নগরীতে ব্যাপক ইতিবাচক প্রভাব বিস্তার করেছে রাজশাহী মহানগর এনসিপি বলেও জানান তিনি।

