১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১১:৫৭:৫৮ পূর্বাহ্ন
রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২৫
রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় নগরীর নভোথিয়েটারের সভাকক্ষে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।

জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার আয়োজনে অনুষ্ঠানে দেশের ২৫টি জেলার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা বিভিন্ন সংগঠনের ১০২ জন প্রতিনিধি অংশ নেন।

কনভেনশনের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের হোসেন, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুবসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০১৩ সালের ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন’ এবং নীতিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকারি জমি বরাদ্দ, ওএমএস ও টিসিবির পণ্য বিতরণে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে।

আয়োজকরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে অন্যদের মতো সমতার ভিত্তিতে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নাগরিক ও রাজনৈতিক জীবনের সব ক্ষেত্রে পূর্ণ ও কার্যকরভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন, সেই লক্ষ্যেই এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী সংগঠনগুলো তাদের আগামী দিনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।

শেয়ার করুন