০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৪:২০:৩৫ পূর্বাহ্ন
মেয়েদের জন্য পায়ে মেহেদি লাগানোর বিধান কী?
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৫
মেয়েদের জন্য পায়ে মেহেদি লাগানোর বিধান কী?

প্রশ্ন : আমরা জানি, মেহেদি পায়ে লাগানো উচিত নয়। কিন্তু অনেক মেয়ে পায়ে মেহেদি লাগায়। অনেক স্বামীও তাদের স্ত্রীর পায়ে মেহেদি দেখতে পছন্দ করে। ইসলামে এর বিধান কী?


নাজমুন নাহার, ফেনী


উত্তর : নারীদের জন্য হাতে-পায়ে মেহেদি লাগানো জায়েজ, বরং স্বামীর সন্তুষ্টির জন্য স্ত্রীর মেহেদি ব্যবহার করা উত্তম।


(ফাতাওয়ায়ে খানিয়া : ৩/৪১২, ফাতাওয়ায়ে বাজ্জাজিয়া : ৬/৩৭৭, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১/১৫৫)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।


শেয়ার করুন