রাজশাহীর রাজপাড়া থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক উলামা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৮ অক্টোবর ২০২৫) নগরীর লোটাস কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা আমীর অধ্যাপক নুরুল ইসলাম মনিরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী উলামা বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন।
সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ভোটকেন্দ্রভিত্তিক কাজের বাস্তবায়ন কৌশল ও কার্যক্রমের অগ্রগতি রিপোর্ট উপস্থাপন করা হয়। এ সময় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন রাজপাড়া থানা সেক্রেটারি ও নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজপাড়া উলামা ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুস সবুর, সহসভাপতি হাফেজ মাওলানা রাকিবুল ইসলামসহ উলামা দায়িত্বশীলরা।
প্রোগ্রামটি সঞ্চালনা করেন থানার উলামা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।