কক্সবাজারের মহেশখালী উপজেলায় জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে তর্কের জেরে গুলিতে শাহাদত হোসাইন দোয়েল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে মোহাম্মদ শাহঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দোয়েল কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকার মৃত ফজল হকের ছেলে ও অভিযুক্ত সাদ্দাম একই এলাকার মৃত ছিদ্দিক আহমেদ মাতাব্বরের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
ঘটনার পর থেকে অভিযুক্ত সাদ্দাম পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে জমিতে পানি দেওয়া নিয়ে দোয়েলের সঙ্গে তার ভাইপো সাদ্দামের তর্ক হয়। এরপর স্থানীয়দের উপস্থিতিতে দুজনেই চলে যায়। সর্বশেষ রাত ৯টার দিকে দোয়েলকে অতর্কিত পেছন থেকে গুলি করে সাদ্দাম। আতহ অবস্থায় তাকে স্থানীয় লোকজন দ্রুত বদরখালী জেনারেল হাসপাতাল ও পরে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, দোয়েল নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।