রাজশাহীতে হৃদরোগে আক্রান্তদের জন্য বিনামূল্যে ১৭ কোটি টাকার ওষুধ আনলেন ইন্টার্ণ ডাঃ শীর্ষ শ্রেয়ান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নেদারল্যান্ডস থেকে
গত ২৫ আগস্ট রামেকে এসে পৌছেছে জীবন রক্ষাকারী এসব ওষুধ। হাসপাতালের হৃদরোগ বিভাগে এরই মধ্যে এসব ওষুধ প্রয়োগ শুরু হয়েছে। অন্তত ৫০০ রোগী বিনামূল্যে এই ওষুধটি পাবেন।
শীর্ষ শ্রেয়ান রাজশাহী মেডিকেল কলেজের ৬১ ব্যাচের শিক্ষার্থী। তিনি স্ট্রোক নিয়ে গবেষণা করতে গিয়ে গবেষকদের মাধ্যমে দাতা সংস্থার সঙ্গে পরিচয় হয়। গবেষণার সূত্র ধরে তিনি এই ইনজেকশন বিনামূলে নিয়ে আসার ব্যবস্থা করেন। তাঁর এই উদ্যোগে সহযোগিতা করেছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ।