২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০১:৪৪:৪৫ পূর্বাহ্ন
মাইলস্টোন ট্র্যাজেডি : ভোলায় মাসুমার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৫
মাইলস্টোন ট্র্যাজেডি : ভোলায় মাসুমার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ভোলার বোরহানউদ্দিনের মাসুমা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। 


সোমবার (২৮ জুলাই) বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ কুড়ালিয়া গ্রামে বিমানবাহিনীর প্রধানের পক্ষে মাসুমার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ইউং কমান্ডার এবিএম সরোয়ার জাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 


পরে নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন প্রতিনিধি দলটি। এ সময় নিহতের স্বামী-ছেলেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


এর আগে তারা নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন ও এবং সমবেদনা জানান।



 

বিমানবাহিনীর বরিশাল রাডার ইউনিটের উপ-অধিনায়ক ইউং কমান্ডার এবিএম সরোয়ার জাহান জানান, পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে অনেক দূর থেকে এখানে এসেছি। নিহতের পরিবারের জন্য বিমানবাহিনীর পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার, আমরা সেটি করব।


তিনি জানান, এ বিষয়ে তদন্তসহ সবকিছু সুষ্ঠুভাবে হবে এবং সব তথ্য সঠিকভাবে প্রচার করা হবে।


এ সময় তিনি বিমানবাহিনীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে করে তারা পরিপূর্ণভাবে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে পারেন। 

নিহতের স্বামী মো. সেলিম জানান, বিমানবাহিনীর পক্ষ থেকে ভোলায় এসে তার স্ত্রী মাসুমা বেগমকে যে সম্মান জানানো হয়েছে, এতে তারা বিমানবাহিনীর প্রতি কৃতজ্ঞ।


শেয়ার করুন