১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০৭:৩৬:৫৪ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।


টস জিতে জ্যোতি বলেন, ‘এটা এমন একটা উইকেট যেখানে ব্যাটাররা রান করতে পারবে। আমরা যদি বোর্ডে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি, তবে তা বোলারদের সাহায্য করবে।’


অন্যদিকে, টস হেরে খুব একটা অখুশি নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। তিনি বলেন, ‘টস জিতলে আমরা বোলিংই নিতাম। কারণ পরের দিকে শিশিরের কারণে বল গ্রিপ করা কঠিন হতে পারে এবং বল ব্যাটে ভালোভাবে আসবে।’ 


এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক এবং অলরাউন্ডার রিতু মনি।


বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার।


শেয়ার করুন