২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ০১:১০:৩১ পূর্বাহ্ন
চলতি সপ্তাহে প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগবিধিতে আসছে পরিবর্তন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৫
চলতি সপ্তাহে প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগবিধিতে আসছে পরিবর্তন

চলতি সপ্তাহের মধ্যে অর্থাৎ আগস্ট মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের।


মন্ত্রণালয় সূত্র জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ হবে। এ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধাও নেই।


তবে নিয়োগবিধিতে আসছে সংশোধন।

শনিবার (২৩ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এক সভায় জানিয়েছেন, ‘বর্তমানে সাড়ে ১৩ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা সরকারের রয়েছে।’


এই নিয়োগের পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট অনেকটা কমবে বলে জানিয়েছেন তিনি।


তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে কিছু সংশোধনী আসতে পারে। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, ‘নিয়োগবিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল। সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’


শেয়ার করুন