১৪ জুলাই ২০২৫, সোমবার, ০১:৫৮:৫৯ পূর্বাহ্ন
করোনায় আরো একজনের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৫
করোনায় আরো একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময় ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো করোনা শনাক্ত হয়নি। রবিবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হয়নি।


চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। এ যাবত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২২০ জন। এ যাবত এক কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১৬০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

চলতি বছর করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে।


দেশে এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের।


 

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


শেয়ার করুন