২২ অগাস্ট ২০২৫, শুক্রবার, ০৩:৪২:৩৪ অপরাহ্ন
যেমন ছিলাম তেমনই থাকব: সিলেটের নতুন ডিসি সারোয়ার
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৫
যেমন ছিলাম তেমনই থাকব: সিলেটের নতুন ডিসি সারোয়ার

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সারওয়ার আলম বলেছেন, সিলেট হচ্ছে প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতির মতো থাকে। যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, জনগণ সঙ্গে থাকে, তাহলে আমাকে যেমন দেখেছেন, আমি এখনো তেমনই আছি, তেমনই থাকব।


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।


সারওয়ার আলম বলেন, এটি আমার জন্য সৌভাগ্যের বিষয় যে পুণ্যভূমির জেলা প্রশাসক হিসেবে সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। যোগ্য মনে করেছে বলেই দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করে যেতে।


এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে দায়িত্বগ্রহণ করেন দেশব্যাপী ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। 


এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালাবিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

শেয়ার করুন