নাটোরের নলডাঙ্গা উপজেলায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাধনগর রেলস্টেশনসংলগ্ন এলাকায় এই ফাটল শনাক্ত হয়। তবে রেলকর্মীদের দ্রুত তৎপরতায় মেরামত কাজ সম্পন্ন হওয়ায় কোনও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, সকালে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে এনড়ার পাড় এলাকার ২৫৩ নম্বর পিলারের কাছে ১ নম্বর রেললাইনে ফাটল দেখতে পান এলাকাবাসী। তারা দ্রুত বিষয়টি গ্রাম পুলিশ নাজমুল হোসেন ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। পরে রেলওয়ে দ্রুত মেরামত কার্যক্রম শুরু করে।
রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন বলেন, ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে সঙ্গে সঙ্গেই মেরামত কাজ হাতে নেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে মেরামত সম্পন্ন হয়। মেরামতের সময় ওই লাইনে ট্রেন চলাচল সতর্কতামূলকভাবে ধীরগতিতে অনুষ্ঠিত হয়। বর্তমানে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলকর্মী ও স্থানীয়দের ধারণা—অতিরিক্ত ঠান্ডায় লোহা সংকুচিত হওয়ার কারণে রেললাইনে এই ফাটল সৃষ্টি হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি পার্শ্ববর্তী বীরকুৎসা রেলস্টেশনের উত্তর পাশে একই ধরনের ফাটল দেখা দিয়েছিল, যা পরে মেরামত করা হয়।

