২০ অগাস্ট ২০২৫, বুধবার, ০৭:০৩:৪৪ অপরাহ্ন
গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ৩ দিনের রিমান্ডে
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ৩ দিনের রিমান্ডে

ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 


এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজমুল সাকীব সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে।


অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  


 

এর আগে গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে কিরণকে আটক করে বিজিবি। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।


এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাপসসহ অন্য আসামিরা ব্যাপক দাঙ্গা–হাঙ্গামা সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা, মারধর ও গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে।


এ ঘটনায় গত বছরের ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। 


শেয়ার করুন