রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগের যৌথ অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং বিভিন্ন মামলার ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আসামিরাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে থানাভিত্তিক ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

