০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১১:২৫:১৫ অপরাহ্ন
রাজশাহীতে আ.লীগ-যুবলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৫
রাজশাহীতে আ.লীগ-যুবলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চারজনকে ও রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) একজনকে গ্রেপ্তার করে।


গতকাল রোববার দিবাগত রাতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার র‍্যাব ও পুলিশের আলাদা বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে।


র‍্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির সদস্যদের হাতে গ্রেপ্তার চারজন হলেন আরএমপির কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক (৭০), শ্যামপুর পশ্চিমপাড়ার মানিক মিয়া (৪৫), একই এলাকার যুবলীগ নেতা মোসাদ্দেক হোসেন মিঠু (৩২) ও আবিদ হাসান কাওসার (৩৫)।


এ ছাড়া আব্দুল হাকিম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়ার বাসিন্দা।


শেয়ার করুন