২০ জুলাই ২০২৫, রবিবার, ০৮:৩০:৪৩ অপরাহ্ন
‘ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি’
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৫
‘ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি’

ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। 


তিনি বলেন, ২০২৪ সালে হাজারো শহীদের রক্তের ওপর যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের ষড়যন্ত্রের নতুন পাতা ফাঁদে পা দেওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ২০২৪ সালে দলীয় গোলামির শিকল ভেঙে খান খান করেছি। 


শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ সব কথা বলেন।


মামুনুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে এ দেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে। 


এ দেশের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু তিনদিনের অস্থায়ী মেহমান সরকারের জাতির এই নীতি নির্ধারনী সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই।’


এ সময় দেশের উন্নয়নে মনোযোগ দিয়ে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহবান জানান মামুনুল হক।


গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা আমির মুফতি ইব্রাহিম খলিল নোমানী প্রমুখ।


শেয়ার করুন