০৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৯:১৫:৩৩ অপরাহ্ন
রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২৫
রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দিন আবীর, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন নির্বাচন করবেন। 


রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। এছাড়াও ১৭টি হলের প্যানেল শীঘ্রই প্রকাশিত হবে জানানো হয়।


শেখ নূর উদ্দিন আবীর শাখা ছাত্রদলের সহ-সভাপতি এবং নাফিউল ইসলাম জীবন সংগঠনটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


প্যানেলের অন্য সদস্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা, ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহ-ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথা ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী।


এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক আর রাফি খান, সহ-পরিবেশ ও সমার সেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলয় (শুভ)। 


সদস্যরা হলেন- মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন, মো. আশরাফুল ইসলাম।


প্যানেল ঘোষণার পর আমানউল্লাহ আমান বলেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা যখন একটি দলের ছায়াতলে থেকে নিজেদের ক্যারিয়ার গঠনে ব্যস্ত ছিল তখন ছাত্রদলের নেতাকর্মীরা গণতন্ত্র বিনির্মাণের জন্য রাজপথে লড়াই করেছিল। এই কাজে তারা বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছিল। আমরা সেসব নির্যাতিত নেতাদের নিয়ে প্যানেল ঘোষণা করেছি। কিছুক্ষণের মধ্যেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে জয়জয়কার তৈরি হবে।


কে এই আবীর-জীবন


ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তিনি শাখা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বে আছেন। 


২০২৩ সালে বিএনপির মিছিলে অংশগ্রহণ করায় নিজ বিভাগের সিনিয়র ও ছাত্রলীগের পদপ্রত্যাশী শাকিবুল হাসান বাকীর হাতে মারধরের শিকার হন আবীর।


এদিকে বর্তমান কমিটির দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন প্যানেল থেকে জিএস পদে লড়বেন। এর আগে তিনি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০২৪ সালের মে মাসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ও তার অনুসারীদের দ্বারা নির্যাতনের শিকার হন। ছাত্রলীগ নেতারা ওই দিন নাফিউল ইসলাম ও তার সহপাঠী এক বন্ধুকে মাদার বখশ হলের ২১৫ নাম্বার কক্ষে তিন ঘণ্টা আটকে রেখে মারধর ও পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছিল গণমাধ্যমে।


শেয়ার করুন