১৪ জুলাই ২০২৫, সোমবার, ০১:২৬:২১ পূর্বাহ্ন
একাদশ শ্রেণি ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৫
একাদশ শ্রেণি ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। শিগগিরই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। তবে এবার ভর্তিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা যুক্ত হতে পারে বলে জানা গেছে।


প্রতিবছর ভর্তির আগে নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই নীতিমালা অনুযায়ী ভর্তি আবেদন, শিক্ষার্থী বাছাই, চূড়ান্ত ভর্তি, ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে সব কার্যক্রম সম্পন্ন করা হয়।


ইতিমধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির একটি খসড়া নীতিমালা তৈরি হয়েছে। এতে যুক্ত হতে পারে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা।


যেখানে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা, আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন। তবে তাদের নির্দিষ্ট শতাংশ সুবিধা দেওয়া হবে নাকি পূর্ণ আসনে ভর্তির পর তাদের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে সেবিষয়ে এখনো আলোচনা চলছে।

আজ রবিবার নীতিমালা চূড়ান্ত করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে চূড়ান্ত হতে পারে একাদশ ভর্তির নীতিমালা।


শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নীতিমালা থেকে এবার ‘বীর মুক্তিযোদ্ধা কোটা’ বাতিল হতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন, স্বাধীনতাযুদ্ধের প্রায় ৫৫ বছর পরে এসে মুক্তিযোদ্ধার সন্তানেরা একাদশে ভর্তির পর্যায়ে নেই। তাই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ‘বীর মুক্তিযোদ্ধা কোটা’ রাখার যৌক্তিকতা দেখছেন না তারা।


আন্ত শিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির সংবাদমাধ্যমকে বলেন, ‘২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আসছে। কোটাব্যবস্থা, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর সংকট বিবেচনায় খসড়া তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পেয়েছে জিপিএ ৫।


শেয়ার করুন