১১ জুলাই ২০২৫, শুক্রবার, ০৩:৫৮:৩২ পূর্বাহ্ন
এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন যেভাবে
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৫
এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার ১৪.৫৯ শতাংশ কমেছে।


বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে প্রকাশিত ফলাফলের বিস্তারিত তুলে ধরেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।




 

এদিকে, প্রকাশিত ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। আগামীকাল শুক্রবার থেকেই সেই আবেদন শুরু হবে। যা চলবে ১৭ জুলাই পর্যন্ত।


গত মঙ্গলবার মোবাইল অপারেটর টেলিটক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। 

আবেদন যেভাবে :


কেবল টেলিটকের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এর জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে, স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে।


যদি একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়কোড লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।


প্রতি পত্রের জন্য আবেদন ফি হবে ১৫০ টাকা।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ১৫ থেকে ২২ মে মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।


৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন।


শেয়ার করুন