০৯ জুলাই ২০২৫, বুধবার, ০১:১০:৫২ পূর্বাহ্ন
সিরিজ জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৫
সিরিজ জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ করে স্বাগতিকরা।


সিরিজের প্রথম থেকেই দারুণ ছন্দে থাকা কুশল ৯৫ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি করেন ১২৪ রান, ১১৪ বলে ১৮টি চারের মার দিয়ে।


নিজের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে থামান বাংলাদেশের পার্টটাইম বোলার শামীম হোসেন পাটোয়ারী।

তার আগে কুশলের সঙ্গে ১০০ রানেরও বেশি জুটি গড়েন অধিনায়ক চরিত আসালাঙ্কা। এই জুটির হাত ধরেই দলীয় রান দুই শ ছাড়ায়। আসালাঙ্কা করেন ৫৮ রান।


তাকে ফেরান তাসকিন আহমেদ।

১৩ রানে প্রথম উইকেট হারানোর পর পাথুম নিসাঙ্কার সঙ্গে কুশলের দ্বিতীয় উইকেট জুটিতেও আসে অর্ধশত রান। স্পিনার তানভীর ইসলামের শিকার হওয়ার নিসাঙ্কা করেন ৩৫ রান।


প্রথম উইকেটের পতন ঘটে ইনিংসের চতুর্থ ওভারে।


পেসার তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন নিশান মাদুশকা। এরপর একে একে কামিন্দু মেন্ডিস (১৬), জানিথ লিয়ানাগে (১২) এবং আসালাঙ্কা ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন কুশল মেন্ডিস। খেলেন ১১৪ বলে ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংস। 


আর শেষ দিকে হাসারাঙ্গার অপরাজিত ১৮ ও চামিরার ১০ রানের সুবাদে ৭ উইকেটে শ্রীলঙ্কা তোলে ২৮৫ রান।


বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন ও মিরাজ।


১টি করে শিকার করেন শামিম, তানভির ও তানজিম সাকিব।


শেয়ার করুন